16 C
Dhaka
Tuesday, December 24, 2024
[adinserter block="1"]

‘সড়ক নির্দেশিকায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল!

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ‘সড়ক নির্দেশিকায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানানে ভুল দেখা গেছে। ওই নির্দেশিকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পুরাতন ফুটওভার ব্রিজে লাগানো নির্দেশিকায় নামের বানান ভুল লেখা হয়েছে।

বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ইংরেজিতে ‘Dhaka univercity’ লেখা হয়েছে, যা হবে ‘Dhaka University’।

আরো পড়ুন  হঠাৎ ছয় তলা ভবনে হেলে পড়ল ৪ তলা ভবন, আতঙ্ক

ভুল বানানের ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানান তারা।

সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. জামিল হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রিন্টিং ভুলের কারণে এমনটা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। বানান ঠিক করে নতুন সড়ক নির্দেশিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবারের মধ্যে নতুন নির্দেশিকা ওখানে লাগানো হবে।’

আরো পড়ুন  বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বাঁচলেন মৌয়াল কুদ্দুস!
সর্বশেষ সংবাদ