19 C
Dhaka
Sunday, December 22, 2024
[adinserter block="1"]

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়ায় পাঁচ ভাইয়ের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় অসুস্থরা হলেন—অসীম পাল (৩৫), আশীক পাল (৩০), সুপাংক পাল (৩৫), রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস (৩২)। অসুস্থদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অসুস্থ হয়ে পড়া এক পরিবারের অনিতা রানী পাল বলেন, শনিবার দিবাগত রাতে আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। রাতে কেউ আর সজাগ ইইনি। সকালে আমার ঘরের দরজায় পাশের বাড়ির লোকজন ধাক্কা দিলে আমার ঘুম ভাঙে। জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।

আরো পড়ুন  টেকনাফ পুলিশ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

স্থানীয় সঞ্জয় কুমার পাল ও অশিম কুমার পাল বলেন, তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয় কে বা কারা। এরপর তারা রাতে এমনভাবে ঘুমিয়ে পড়েন যে আর কিছু বুঝতেই পারেননি। সবাই ঘুমিয়ে পড়লে চোর প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই পরিবারের দাবি পাঁচ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন  লুটের টাকা দিয়ে কোরবানি দেয় ডাকাত দলের নেতারা

সর্বশেষ সংবাদ