19 C
Dhaka
Sunday, December 22, 2024
[adinserter block="1"]

ডিবি পরিচয়ে বাস থেকে ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের কাঁচপুরে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে চন্দন রায় (৫৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। গতকাল সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে স্বর্ণালংকার লুট করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ সেতুর নিচে ওই ব্যবসায়ীকে ফেলে রেখে যায় ডাকাতরা।

ভুক্তভোগী চন্দন রায় চট্টগ্রাম সদর থানার ২২ গোলাপ সিং লেন এলাকার মৃত সুকুমার রায়ের ছেলে।ব্যবসায়ী চন্দন রায় জানান, ঢাকার তাঁতি বাজার থেকে ৪০ ভরি স্বর্ণালংকার কিনে সোমবার রাত সাড়ে ৮টার দিকে সায়দাবাদ থেকে চট্টগ্রামের উদ্দেশে হানিফ পরিবহনের একটি বাসে ওঠেন চন্দন রায়। কাঁচপুর ব্রিজ ছেড়ে চলে আসার পর ডিবি পুলিশ পরিচয়ে বাস থেকে একটি নোহা গাড়িতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়িতে তুলে গামছা দিয়ে মুখ-চোখ বেঁধে মারধর করে স্বর্ণের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান জানান, ঘটনাস্থল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা হবে।

আরো পড়ুন  ‘মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেত মিল্টন’

 

সর্বশেষ সংবাদ