19 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

প্রেমিকাকে বিয়ে করতে বাবা-মায়ের কাছে বায়না, না পেয়ে আত্মহত্যা

বগুড়ার ধুনটে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে বাবা-মায়ের ওপর অভিমান করে মোহন প্রামাণিক (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিল গ্রামের মিলন রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, কৃষক মোহন প্রামাণিক স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কয়েক মাস ধরে ওই প্রেমিকাকে বিয়ে করবে বলে বাবা-মায়ের কাছে বায়না ধরে। কিন্তু বয়স কম হওয়ায় তাকে বিয়ে করাতে রাজি হয়নি পরিবারের লোকজন। এতে পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে মোহন।

আরো পড়ুন  ‘খাওন দিয়া কি অইব, পানির নিচে সব শেষ’

এ অবস্থায় রোববার রাত ৮টার দিকে পরিবারের লোকজনের অজান্তে মোহন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১০টার দিকে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে মোহনের মৃত্যু হয়।

আরো পড়ুন  প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিচার চান কলেজছাত্র

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, প্রেমের কারণে পরিবারের ওপর অভিমান করে মোহন আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। সোমবার সকালের দিকে মোহনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ