26 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

সার্ভিসে সন্তুষ্ট না হয়ে ই-স্কুটি শোরুমে আগুন দিলেন নাদিম

শোরুম থেকে ইলেকট্রিক স্কুটির সন্তোষজনক সার্ভিস না পেয়ে স্কুটির শোরুমেই আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ নাদিম নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পরে ২৬ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যে। বুধবার (১১ সেপ্টেম্বর) একজন পুলিশ কর্মকর্তার বরাতে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কিছুদিন আগেই ভারতের এক নম্বর ই-স্কুটার নির্মাতা ওলা থেকে ইলেকট্রিক স্কুটি কেনেন মোহাম্মদ নাদিম নামের এক মেকানিক। তবে স্কুটি কেনার পরপরই তাতে সমস্যা দেখা দিলে সার্ভিস করাতে শোরুমে নিয়ে আসেন তিনি। একাধিকবার শোরুমে গিয়েও সন্তোষজনক সার্ভিস না পেয়ে ‘ওলা ইলেকট্রিক শোরুমে’ আগুন লাগিয়ে দেন তিনি।

আরো পড়ুন  রাইসির টুইটার অ্যাকাউন্ট থেকে প্রচার হলো কোরআনের তিন আয়াত

এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, ভারতের এক নম্বর ই-স্কুটার নির্মাতা ওলা ইলেকট্রিক-এর সার্ভিসিং নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। বেশ কিছু মেকানিক জানিয়েছেন, ওলা সার্ভিস সেন্টারগুলো ই-স্কুটির সমস্যাগুলোর সমাধান করতে হিমশিম খাচ্ছেন।

কালাবুর্গির পুলিশ কমিশনার এনডিটিভিকে জানিয়েছেন, গত মাসে মোহাম্মদ নাদিম নামের এক মেকানিক ওই স্কুটি কিনেছিলেন। কেনার কয়েকদিন পরই স্কুটি নিয়ে সমস্যায় পড়ে সার্ভিসিং করার জন্য যান তিনি। পরে একাধিকবার শো-রুমে গেলেও ভালো সার্ভিসিং পাননি। সর্বশেষ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শো-রুমে যাওয়ার সময় সঙ্গে করে পেট্রোল নিয়ে যায় এবং ছয়টি বাইকে আগুন দেয় নাদিম।

আরো পড়ুন  অপরাধীদের গ্রেপ্তার ঠেকাতে প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা পাল্টে দিচ্ছে যে হাসপাতাল

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। তবে ওই শোরুমের প্রায় সাড়ে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে তাৎক্ষণিকভাবে গাড়িটির সমস্যাও যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ওলা ইলেকট্রিকের মন্তব্যের জন্য গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন  ইসরাইলবিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে চড়াও পুলিশ, হার্ভার্ডে শিক্ষার্থীদের বহিষ্কার
সর্বশেষ সংবাদ