বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটি গত ২ মার্চ (শনিবার) চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করে। এরপর নতুন কমিটি দায়িত্ব নিয়ে সম্প্রতি তার সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই চিত্রনায়ক।
জায়েদ খান বলেন, আমার সঙ্গে চিত্রনায়িকা নিপুণের কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তবে আমার মনে হয়, তার মানসিক ঝামেলা রয়েছে। তা না হলে এমনটা কেন করবেন?
তিনি আরও বলেন, শুধুমাত্র শিল্পী সমিতির চেয়ারের জন্য কিংবা ক্ষমতা দেখানোর জন্য কেউ এমন করে? এমন লজ্জাহীন মহিলা আমি জীবনে দেখিনি।
এ সময় এই চিত্রনায়ক বলেন, একজন অভিনয়শিল্পী কখনো এত জঘন্য হতে পারে না। এমন শিল্পীর কারণে সব শিল্পীদের বদনাম হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে শনিবার (১৮ মে) জায়েদ খানকে এক চিঠির মাধ্যমে তার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। রোববার (১৯ মে) সেই চিঠি হাতে পান এই চিত্রনায়ক।