18 C
Dhaka
Sunday, December 22, 2024
[adinserter block="1"]

বোমা আতঙ্কে তুরস্কে ভারতীয় বিমানের জরুরি অবতরণ, যা জানা গেল

বোমা থাকার আতঙ্কে তুরস্কে ভারতের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। স্থানীয় সময় শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফ্লাইটটি তুরস্কের পূর্বাঞ্চলের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করে। ক্র সদস্যসহ বিমানটিতে প্রায় আড়াইশ’ জন যাত্রী ছিলেন। খবর: রয়টার্স

তুরস্কের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার যাত্রীবাহী ওই বিমানটি ২৩৪ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে যাত্রা করে। মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানের শৌচাগারে একটি কাগজের টুকরো পাওয়া যায়। যেখানে লেখা ছিল ‘বিমানে বোমা রাখা আছে’।

আরো পড়ুন  ‘মোদির বার্তা’ নিয়ে পুতিনের কাছে দোভাল, কী নিয়ে আলোচনা

বিষয়টি নজরে আসার পর বোমা আতঙ্ক ছড়িয়ে পড়লে ভারতের ভিসতারা এয়ারলাইন্সের বিমানটি এরজুরুম বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। পরে যাত্রী ও ক্রুদের নামিয়ে বিমানে তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয়কারী দল। তবে তল্লাশিতে বোমার অস্তিত্ব পাওয়া যায়নি।

এরজুরুমের গভর্নর মুস্তফা সিফতসি জানিয়েছেন, জরুরি অবতরণের পর ভারতীয় ওই বিমানটিতে তারা প্রয়োজনীয় অনুসন্ধান ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। তবে বিমানে বোমা ছিল না, বিষয়টি ভিত্তিহীন। তাই এরজুরুমে সব ধরনের ফ্লাইট নির্বিঘ্নভাবে ওঠা-নামায় কোনো সমস্যা নেই।

আরো পড়ুন  ভারতীয় সংবাদমাধ্যমের খবরকে ‘বানোয়াট’ বললেন জয়

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতের ভিসতারা এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি অবতরণের পর ক্র সদস্য ও যাত্রীদের নিরাপত্তা এজেন্সির মাধ্যমে নিরাপদে সরিয়ে নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। সেই সঙ্গে এয়ারলাইন্সটি জানিয়েছে, তারা তুরস্কে শনিবারের মধ্যে একটি বিকল্প বিমান পাঠাবেন। ওই বিমানটি যাত্রীদের নিরাপদে জার্মানির ফ্রাঙ্কফুর্টে নিয়ে যাবে।

আরো পড়ুন  ১৩ বছরের কিশোরীকে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ, অতঃপর গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ