25 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

ভারতীয় সংবাদমাধ্যমের খবরকে ‘বানোয়াট’ বললেন জয়

ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে উদ্ধৃত করে তার পদত্যাগের যে খবর এসেছে তা ‘বানোয়াট’ বলে দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জয় লিখেছেন, সম্প্রতি একটি পত্রিকায় আমার মাকে উদ্ধৃত করে তার পদত্যাগের যে বিবৃতি ছাপা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

আমি তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বিবৃতি দেননি।

আরো পড়ুন  নারী ভাড়াটিয়ার বেডরুম-বাথরুমে গোপন ক্যামেরা, বাড়িমালিকের ছেলে আটক

গতকাল (১০ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’র এক প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে লেখা হয়, আমি নিজেকে সরিয়ে নিয়েছি।

আপনারা সহযোগিতা করেছিলেন বলে আমি ছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি।

আপনারা আমাকে আর চাননি। তাই আমি সরে এসেছি, পদত্যাগ করেছি।

আমার যারা কর্মী আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে। আমি তরুণ শিক্ষার্থীদের আবারো বলতে চাই, আমি তোমাদের রাজাকার বলিনি… আমার কথা বিকৃত করা হয়েছে। তোমাদের বিপদের সুযোগ নিয়েছে একটি মহল।

আরো পড়ুন  মণিপুরে ভারতের পতাকা নামিয়ে বিদ্রোহীদের পতাকা, কী হচ্ছে সেখানে?

এর আগে শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। সেই সময়ই তিনি পাননি।

সর্বশেষ সংবাদ