22 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

স্ত্রীর মৃত্যু, শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

গত সপ্তাহে গাড়ি দুর্ঘটনায় মারা যান ভারতীয় অভিনেত্রী পবিত্রা জয়রাম। এই বিচ্ছেদ মানতে পারেননি তার স্বামী অভিনেতা চন্দ্রকান্ত। মৃত স্ত্রীর সঙ্গে মিলিত হতে আত্মহননের পথ বেছে নিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় প্রাণ হারান পবিত্রা। সঙ্গে ছিলেন চন্দ্রকান্ত। মারত্মকভাবে আহত হলেও প্রাণে বাঁচেন তিনি। তবে স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে।

আরো পড়ুন  জানা গেল শিরিন শিলার বরের পরিচয়

শুক্রবার (১৮ মে) তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে উঠে আসছে আত্মহত্যা করেছেন চন্দ্রকান্ত। তার বাবার বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেখানেই তিনি জানিয়েছেন, বিগত বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত।

এদিকে চন্দ্রকান্তের মৃত্যুর পর তার একটি ফেসবুক পোস্ট নজরে পড়েছে সবার। মৃত্যুর পরদিন ছিল পবিত্রার জন্মদিন। সেদিন মৃত স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই পোস্ট দিয়েছিলেন চন্দ্র। সেখানে স্ত্রীর উদ্দেশে লিখেছিলেন, ‘জাস্ট দুদিন অপেক্ষা করো।’

আরো পড়ুন  ‘নায়িকারা ছোট কাপড় পরলে চলে, ঘরের বউদের চলে না’

স্ট্যাটাসটি মাথায় রেখে তদন্তে নেমেছে পুলিশ। দুই দিনের মধ্যে কী এমন রহস্য লুকিয়ে আছে তা উদঘাটনে ব্যস্ত তারা।

সর্বশেষ সংবাদ