19 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

জানা গেল শিরিন শিলার বরের পরিচয়

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার।

শিলার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। বৃহস্পতিবার দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয়।

বিয়ের বিষয়ে শিরিন শিলা কালবেলাকে বলেন, ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।

আরো পড়ুন  ‘ইলিশ রপ্তানি সময়োপযোগী সিদ্ধান্ত, বন্ধুদের পুজো দুর্দান্ত হোক’

সাজিলের সঙ্গে পরিচয়ের বিষয়ে নায়িকা বলেন, একটা মজার স্মৃতি আছে। ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। পরিচয়ের ঠিক ছয় বছর পর একই দিনে বিয়ে করলাম। এ সময়টায় আমরা একে অন্যকে চিনেছি, জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিলো। সাজিল খুব ভালো মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

শিরিন শিলার স্বামী ভৈরবের ছেলে। থাকেন ঢাকার খিলগাঁওয়ে। নায়িকার বাস করেন আফতাব নগর। বিয়ের একদিনের মাথায় নিজ নিজ বাসায় ফিরেছেন এই নতুন দম্পতি। হানিমুনের প্রশ্নে শিলা জানান, এখনো সিদ্ধান্ত নেননি। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জানুয়ারিতে বড় করে বিয়ের আয়োজন করবেন তারা।

আরো পড়ুন  অনন্ত-রাধিকার বিয়েতে সবচেয়ে হাই প্রোফাইল অতিথি কে, জানেন?

এ বছরের শুরুতেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন শিলা। বলেছিলেন, ২০২৪ সালে মনের মধ্যে ঘণ্টা বাজবে এমন একজনকেই খুঁজছেন তিনি। তাকে নিয়ে স্বপ্ন দেখতে চান, সাজাতে চান জীবন।

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা হিটম্যান। পরে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমায় দেখা গেছে তাকে। এ ছাড়া তার হাতে হাফ ডজনের মতো সিনেমা রয়েছে।

আরো পড়ুন  মৃত্যুর আগে আবেগঘন স্ট্যাটাস ‘পুনর্জন্ম’ প্রযোজক রুহানের

অভিনয়ে মুনশিয়ানা দেখিয়েছেন এই নায়িকা। তবে ফ্যাশনেও কম যান না তিনি। ব্যক্তিজীবনে বেশ শৌখিন শিলা। কালবেলার তারাবেলা অনুষ্ঠানে হাজির হয়ে এই নায়িকা জানিয়েছিলেন, তার গাউন আছে ৩৫ থেকে ৪০টি। শাড়ি আছে প্রায় একশর বেশি। ৭০টির ওপরে আছে জিন্স প্যান্ট। তার সবচেয়ে বেশি শখ জুতায়। দেড়শ জোড়ার ওপরে জুতা রয়েছে তার।

এত বিলাসী জীবন কাটানোরা পরও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা ভোলেন না শিলা। মাঝেমধ্যেই খাবার ও সহায়তা নিয়ে ছুটে যান পথে। সেখানে পথচারীদের পাশে দাঁড়ান এই অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ