25 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

৫ম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে টানা ৫ম বারের মতো শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) ক্রেমলিন প্রাসাদের একটি অনুষ্ঠানে পরবর্তী ছয় বছর মেয়াদের জন্য শপথ নেন তিনি। খবর রয়টার্সের।

এর আগে পুতিনের অভিষেক অনুষ্ঠান বর্জন করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তারা জানিয়েছিল, পুতিনের অভিষেকে তাদের কোনো প্রতিনিধি পাঠাবেন না তারা।

আরো পড়ুন  গাজায় যাওয়া ট্রাকভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা

যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানায়, রাশিয়ার মার্চের নির্বাচনকে তারা সুষ্ঠু ও অবাধ বলে বিবেচনা করে না। এজন্য পুতিনের অভিষেক অনুষ্ঠানে তাদের প্রতিনিধি পাঠানোর কোনো মানেই নেই।

এদিকে, ক্রেমলিনে কোন প্রতিনিধি না পাঠালেও পুতিন জানিয়েছেন শিগগিরই পশ্চিমাদের সঙ্গে পরমাণবিক আলোচনা শুরু করবেন তিনি।

পুতিন শপথ নেয়ার পর রাশিয়ার রাজনৈতিক অভিজাতদের সঙ্গে কথা বলেছেন। পুতিন জানিয়েছেন, তিনি পশ্চিমাদের সঙ্গে সংলাপ বন্ধ করছেন না তবে কীভাবে তার দেশের সাথে জড়িত থাকবে সে সম্পর্কে তাদের নিজস্ব পছন্দকে অগ্রাধিকার দেয়া হবে।

আরো পড়ুন  তেহরানে হবে সবচেয়ে বড় জানাজা, পড়াবেন কে?

গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন পুতিন। তিনি ৮৭.২৮ শতাংশ ভোট পেয়েছিলেন।

সর্বশেষ সংবাদ