26 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

সিলেটে আজান প্রতিযোগিতা, মিষ্টি সুরে মোহিত অতিথিরা

স্টাফ করেসপনডেন্ট, সিলেট:

সিলেটে অনুষ্ঠিত হয়েছে আজান প্রতিযোগিতা। প্রতিযোগীদের আজানের মিষ্টি সুরে মোহিত হয়েছেন উপস্থিত অতিথিরা। শনিবার (১৮ মে) নগরীর একটি হোটেলে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, এই প্রতিযোগিতায় প্রাপ্তবয়স্ক ও শিশু বিভাগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিনশ’ প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে প্রাপ্তবয়স্ক বিভাগ থেকে ১০ জন ও শিশু বিভাগ থেকে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তারা।

আরো পড়ুন  দোকান ভাঙচুরের সময় সেনাবাহিনীর হাতে ধরা, সেই দুজনের পরিচয় মিলেছে

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীরা এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। বিশেষ করে শিশুদের ইসলামিক জ্ঞান বৃদ্ধিতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও, এই অনুষ্ঠানে সিলেট-৫ আসনের সংসদ সদস্য হুছামুদ্দিন চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নুরুল আম্বিয়া চৌধুরীসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  সাত বছর ধরে বিদ্যুৎ বিল দেয় না পৌরসভা
সর্বশেষ সংবাদ