17 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন হাজী সেলিম

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার করার পর তাকে আদালতে নেওয়া হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে আদালতে হাজির করার পর এজলাসে আসামিদের কাঠগড়ায় রাখা হয় হাজী সেলিমকে। সেখানে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

আরো পড়ুন  অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু, জানা গেল কারণ

হত্যা মামলায় হাজী সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন  টেকনাফ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আল ফাহাদ প্রকাশ আল ফরহাদ’কে র‌্যাব-১৫ এর আটক

সর্বশেষ সংবাদ