19 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

বাফুফে নির্বাচনে কে লড়ছেন কোন পদে?

দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। আগামী ২৬ অক্টোবর থেকে যাওয়া এই নির্বাচনের মাধ্যমে দেশের ফুটবল ফেডারেশন পেতে যাচ্ছে নতুন সভাপতি। দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন আর নির্বাচন করছেন না, ফলে তার অধ্যায় এবার শেষ হতে যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক দেশের ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার নির্বাচনে লড়ছে কারা-

সভাপতি পদে মনোনয়ন সংগ্রহকারীরা : সভাপতি পদে চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাবিথ আউয়াল এই পদের জন্য আলোচনায় ছিলেন আগে থেকেই। তার পাশাপাশি মনোনয়ন সংগ্রহ করেছেন মিজানুর রহমান চৌধুরী, শাহাদাত হোসেন এবং আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ান।

আরো পড়ুন  মাঠে হার্ট অ্যাটাক, মিশরের সেই ফুটবলার আর নেই

সিনিয়র সহসভাপতি পদে লড়াই : সিনিয়র সহসভাপতি পদেও প্রতিযোগিতা জমে উঠেছে। এই পদে মনোনয়ন নিয়েছেন মো. ইমরুল হাসান, তরফদার রুহুল আমিন এবং মনির হোসেন। বিকেলে তরফদার রুহুল আমিনের প্রতিনিধি নাজমুল করিম তার জন্য সিনিয়র সহসভাপতির ফরম সংগ্রহ করেন।

সহসভাপতি পদের জন্য ১২ জন সহসভাপতি পদের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন ১২ জন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন- নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, মো. ইকবাল হোসেন, সাব্বির আহমেদ আরিফ, মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী, রশিদ সামসুল ইসলাম, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, এস এম আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ান, মো. শফিকুল ইসলাম মানিক, সত্যজিৎ দাস রুপু, সামাদ চৌধুরী এবং মো. সৈয়দ হাসান কানন।

আরো পড়ুন  লজ্জাজনক এ হারের দায় কার?

সাধারণ সদস্য পদের বিপুল আগ্রহ সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম বিক্রির সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মোট ৪৩ জন এই পদে ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন- তাসমিয়া রেজওয়ানা, শাখাওয়াত হোসেন ভূঁইয়া, ইয়াকুব আলি, মো. ইকবাল হোসেন, কামরুল হাসান হিল্টন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী, মো. নজরুল ইসলাম, এ বি এম মঞ্জুরুল আলম দুলাল এবং মাহফুজা আক্তার কিরণ।

আরো পড়ুন  কার হাতে উঠবে ব্যালন ডি’অর, হিসাব-নিকাশে নতুন মোড়!

আগামী নির্বাচন ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি এবং সাধারণ সদস্য পদে বেশকিছু নতুন মুখের অংশগ্রহণের মধ্য দিয়ে বাফুফের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ