19 C
Dhaka
Sunday, December 22, 2024
[adinserter block="1"]

বন্ধুকে আটকে রেখে পথ হারানো কিশোরীকে ‘গণধর্ষণ’

চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। কুমিল্লা থেকে বন্ধুর সঙ্গে চট্টগ্রামে ঘুরতে এসেছিলেন ওই কিশোরী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে একটি পরিত্যক্ত বাড়িতে বন্ধুকে আটকে রেখে দুই দফায় তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় শিক্ষার্থীরা। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তার নাম আবুল কালাম।

আরো পড়ুন  বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, জানালেন জয়শঙ্কর

অভিযোগ রয়েছে, ধর্ষণের সঙ্গে জড়িত আরও দুইজন ব্যাটারিচালিত রিকশাচালক।

কিশোরীর বন্ধু জানিয়েছেন, কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সোমবার বিকেল তিনটায় রওনা দিয়ে দুজন পাহাড়তলী রেলস্টেশনে নামি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝাউতলা রেল স্টেশনে আসি। পাহাড়তলী রেললাইন ধরে হেঁটে হেঁটে যাই। আমরা পথ চিনি না বললে আমাদের সাহায্য করার নাম দিয়ে এক পাশে নিয়ে যায়। সেখানে ৪ থেকে ৫ জনের একটি গ্রুপ ছিল। পরে আমার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে চলে যেতে বলে।

আরো পড়ুন  এরা পুরোনো শকুন, দেখি কতবড় কলিজা ওদের : সারজিস

খুলশী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মুজিবর রহমান জানান, শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার দুপুরে কিশোরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তরুণীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ সংবাদ