17 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

বাংলাদেশের কাছে হারলো আর্জেন্টিনা

হাঙ্গেরির বুদাপেস্টে চলছে দাবা অলিম্পিয়াড। সেখানে মহিলা বিভাগে নবম রাউন্ডে দারুণ জয় তুলে নিয়েছেন ৮২ বছর বয়সী বাংলাদেশের দাবার কিংবদন্তি রাণী হামিদ। গতকাল রাতে হওয়া ম্যাচে মহিলা বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। যেখানে বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে জিতেছেন শুধু রাণী হামিদই।

৮২ বছর বয়সেও তিনি বিশ্ব দাবার সর্বোচ্চ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। শুধু প্রতিনিধিত্ব নয়, রীতিমতো চলছে তার দাপট। এরই মধ্যে ৯ রাউন্ডের মধ্যে ৬ রাউন্ডে অংশ নিয়ে ৬টিতেই জয় পেয়েছেন রাণী।

আরো পড়ুন  পাবজি খেলতে নেপাল গেল বাংলাদেশি যুবকরা, পুরস্কার ২ কোটি টাকা

গতকাল নবম রাউন্ডে চতুর্থ বোর্ডে খেলেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ। তার প্রতিপক্ষ আর্জেন্টাইন আন্তর্জাতিক মাস্টার মারিয়া বেলেন। রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। তারপরও রাণী হামিদের কাছে কুল পাননি এই আর্জেন্টাইন। তিনি অলিম্পিয়াডে নারী বিভাগে চতুর্থ বোর্ডে সেরা হওয়ার লক্ষ্য নিয়েছেন।

এদিকে ওপেন বিভাগে বাংলাদেশ ২.৫-১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন এবং আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেছেন। গতকাল ফাহাদ জিতলে আরেকটি জিএম নর্ম পেতেন। কাল ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় নিজ নিজ বোর্ডে জিতেছেন।

আরো পড়ুন  এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি

সর্বশেষ সংবাদ