16 C
Dhaka
Tuesday, December 24, 2024
[adinserter block="1"]

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।

শাহরিয়ার কবিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন।

শাহরিয়ার কবিরকে গ্রেপ্তারের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এর আগে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

প্রসঙ্গত, গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এর তিনদিন পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তারপর থেকে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর গুলি ও মৃত্যুর ঘটনায় দলটির মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরো পড়ুন  রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যবসায়ী তানভীর

এছাড়াও গ্রেপ্তার হয়েছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সর্বশেষ সংবাদ