17 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

যে কারণে হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। রাজনৈতিক পালাবদলের স্রোত এসে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নতুন করে বোর্ড সভাপতি হয়েছেন ফারুক আহমেদ, পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন চারজন। তাদের জায়গায় ফারুক বাদে নাজমুল আবেদীন ফাহিম নতুন করে পরিচালক হয়েছেন। গুঞ্জন রয়েছে বিসিবির দায়িত্বে আসতে পারেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। যাতে কিছুটা হাওয়া যোগ করে হঠাৎ বিসিবিতে তামিমের উপস্থিতি।

আরো পড়ুন  দ্রুত বিয়ে করার আমল | কালবেলা

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনভর জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করেছেন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় উপলক্ষ্যে তারা দেখা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এরপর বিসিবি সভাপতির সঙ্গে তাদের আলাদা আলোচনা করতে দেখা যায়। যেখানে বর্তমানে খেলার মধ্যে থাকা ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন তামিমও। যা নিয়ে গুঞ্জনের ডালপালা চলমান থাকায় প্রশ্ন উঠেছে বিসিবি সভাপতির সামনেও।

আরো পড়ুন  বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল

বৈঠক শেষে বিসিবি থেকে বেরিয়ে যাওয়ার পথে ফারুক আহমেদ বলেন, ‘দেশের পরিস্থিতি তো সবাই জানেন। ওরাও (ক্রিকেটাররা) তো দেশের বাইরের কেউ না। খেলা নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল। তাই বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ– এসব নিয়ে কথা বলেছে।’

আলোচনায় তামিম উপস্থিত থাকার সুনির্দিষ্ট কারণ সাংবাদিকরা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘এমনিতে দেখা করতে আসছিল। সে তো আমার সবচেয়ে কাছের, যে প্লেয়ারদের সঙ্গে লম্বা সময় কাটিয়েছে। তাদের সঙ্গেই এসেছে, দেখা করেছে।’

আরো পড়ুন  অপ্রতিরোধ্য ফাহাদ এবার হারালেন কাজাখস্তানের দাবাড়ুকে

বিসিবির সঙ্গে ক্রিকেটারদের ওই বৈঠকে উপস্থিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ও তাওহীদ হৃদয়।

সর্বশেষ সংবাদ