17 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

ফেনী-কুমিল্লাসহ দেশের ৮ জেলায় ফের বন্যার শঙ্কা, যা জানা গেল

আগামী তিন দিনে ফেনী ও কুমিল্লাসহ দেশের ৮ জেলায় আবারও বন্যা হতে পারে। এই সময়ে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হতে পারে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এমন শঙ্কার কথা জানানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গোমতী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।

আরো পড়ুন  ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া সংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পাচ্ছে। যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলও ধীরগতিতে হ্রাস পাচ্ছে। আগামী তিন দিনও এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

আরো পড়ুন  সংশোধনের পরও ভুল রয়ে গেছে পাঠ্যবইয়ে

অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পাচ্ছে। আগামী দুই দিন পর্যন্ত এসব নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারাসহ অন্যান্য প্রধান নদী- মনু, সারিগোয়াইন, ধলাই, খোয়াই ইত্যাদির পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে পরবর্তী দুই দিন সিলেট বিভাগের নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

আরো পড়ুন  যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ নিহত ২

এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের নদীসমূহের পানি সমতল বর্তমানে স্থিতিশীল আছে। তবে আবহাওয়া সংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী দেশে ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে আগামী তিন দিন বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

সর্বশেষ সংবাদ