26 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

বিয়ের প্রলোভনে ১২ বছর অবৈধ সম্পর্কে আ.লীগ নেতা, ছবি ভাইরাল

গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লার অবৈধ সম্পর্কের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কাউন্সিলর আমজাদ মোল্লা গাজীপুর মহানগরের ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

ভুক্তভোগী নারীর দাবি, দীর্ঘ ১২ বছর যাবৎ বিয়ের প্রলোভনে ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন কাউন্সিলর আমজাদ মোল্লা। সেই সুবাদে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুড়ে বেড়িয়েছেন তারা। ১২ বছর ধরে স্বামী স্ত্রীর মতো মিশেছেন তারা।

আরো পড়ুন  মিরসরাইয়ে সম্পত্তির বিরোধের জেরে মসজিদে তালা

বিগত কিছু দিন যাবৎ তাকে বিয়ের জন্য চাপ দিলে নানান টালবাহানা শুরু করে কালক্ষেপণ করেন আমজাদ। একপর্যায়ে ওই নারীর বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনোর চেষ্টা করেন। এতেও কাজ না হলে

বিভিন্ন লোক মারফত সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে দেন তিনি।

ভুক্তভোগী নারী বলেন, বর্তমানে অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মরিয়া হয়ে উঠেছেন আমজাদ মোল্লা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান ঐ নারী।

আরো পড়ুন  দেয়াল ধসে প্রাণ গেল ঘুমন্ত শিশুর

অপরদিকে কাউন্সিলর আমজাদ মোল্লা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এডিটকৃত কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।

সর্বশেষ সংবাদ