17 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

মাঝ আকাশে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, এরপর যা ঘটল

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি প্রশিক্ষণ হেলিকপ্টারে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে হেলিকপ্টারটি একটি ধান ক্ষেতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে তামিলনাড়ু প্রদেশের পোরপান্ডালের কাছে একটি ধান ক্ষেতে জরুরি অবতরণ করেছে।

কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটি চালাচ্ছিলেন দু’জন। সালাভাক্কাম থানার সীমানার পোরপান্ডাল এলাকার কাছে আসলে হঠাৎ তাতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। পরে পাইলট হেলিকপ্টারটি একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করতে বাধ্য হন।

আরো পড়ুন  আইসল্যান্ডে ৮ বছর পর সাদা ভাল্লুক, মেরে ফেলা হলো গুলি করে

এ ঘটনার পর হেলিকপ্টারটিকে প্রযুক্তিগত সহায়তা দেয়ার জন্য অপর একটি হেলিকপ্টার পাঠানো হয়। পরে মেরামত শেষে উভয় হেলিকপ্টার ঘাঁটিতে ফিরে আসে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ