15 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

অজু করতে গিয়ে মা দেখেন পুকুরে ভাসছে মেয়ে

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে আরিবা জান্নাত (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার মাতাব্বর বাড়ির পুকুরে শিশুটি মারা যায়।

শিশুটির চাচা আরিফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু জান্নাত সমসেরাবাদ এলাকার মাতাব্বর বাড়ির আবুল কাশেমের ছোট মেয়ে।

জান্নাতের চাচা আরিফ হোসেন বলেন, আছরের নামাজের জন্য জান্নাতের মা বিউটি ও চাচি স্বর্ণা আক্তার পুকুরে অজু করতে যান। এ সময় পুকুরের তারা জান্নাতের মরদেহ ভাসতে দেখেন। ধারণা করা হচ্ছে, জান্নাত সবার অগোচরে পুকুরে পড়ে মারা গেছে। এশার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আরো পড়ুন  অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন স্বেচ্ছাসেবকলীগ নেতার স্ত্রী

সর্বশেষ সংবাদ