17 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

ইনুকে আদালতে জুতা-ডিম নিক্ষেপ, ৭ দিনের রিমান্ড মঞ্জুর

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন  ফ্যাসিবাদের দোসররা এখনো গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন

এর আগে সিএমএম কোর্টে ইনুর ওপর জুতা ও ডিম নিক্ষেপ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় একাধিক ডিম ইনুর শরীরে পড়ে। আইনজীবীরা ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে ইনুকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে আনার খবরে বিকেল ৪টা থেকে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই কোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য।

আরো পড়ুন  ‘আমি কে তুমি কে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বললে কনসিডার করতাম: আইনমন্ত্রী (ভিডিও)

সর্বশেষ সংবাদ