25 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

বন্যার্তদের উদ্ধারে গিয়ে প্রাণ গেল যুবকের

ফেনীতে বন্যার্তদের উদ্ধারকাজে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাগর উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর শ্যামপুর এলাকার আলিম উদ্দিন ব্যাপারী বাড়ির শহিদ উল্লাহর ছেলে। তবে তার মরদেহ এখনো নিজ এলাকা লক্ষ্মীপুরে পৌঁছায়নি বলে জানা গেছে।

আরো পড়ুন  মুন্সিগঞ্জে কারখানা থেকে নিরাপত্তাকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

ইউপি সদস্য ইউনুস জানান, সাগর চট্টগ্রামে একটি কারখানায় কাজ করার পাশাপাশি নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করতেন। সম্প্রতি বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে ফেনীতে কাজ করতে আসে সে। পরে সাঁতার কাটতে না জানায় পানিতে ডুবে সাগরের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সাগর চট্টগ্রাম থেকে ফেনীতে আসেন। পরে উদ্ধারকাজ করতে গিয়ে মারা যায়। বর্তমানে সাগরের মরদেহ ফেনীতে রয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় মরদেহ আনতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছে নিহত সাগরের পারিবারিক সূত্র।

আরো পড়ুন  বিয়ের দাবিতে গৃহবধূর অনশন, ঘরে তালা দিয়ে পালিয়েছে প্রেমিক

সর্বশেষ সংবাদ