26 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৩৯ রান করে বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কা দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে এবার ছয় ছক্কাসহ ৩৯ রান দেখল সবাই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন ডারিয়াস ভিসের নামে এক ব্যাটার।

মঙ্গলবার (২০ আগস্ট) সামোয়ার এপিয়ায় পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে গড়েছে এই রেকড। ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ৬ বলে ৬টি ছক্কা মেরেছেন সামোয়ার ব্যাটসম্যান ডারিয়াস ভিসের। এই ওভারে ৩টি নো বলও দেন নিপিকো। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬।

আরো পড়ুন  বাংলাদেশ সিরিজে হামলার হুমকি, ভেন্যু পরিবর্তন নিয়ে যা বলছে বিসিসিআই

বিশ্ব ক্রিকেটে নতুন এই রেকর্ডটি গড়ে ইনিংসের ১৫তম ওভারের। ওভারের প্রথম তিন বলে মিডউইকেট দিয়ে ৩টি ছক্কা মারেন ভিসের। নিপিকোর পরের বলটিতে আম্পায়ার নো বলের সংকেত দেন। ফ্রি হিটে আবারও ছক্কা হাঁকান ভিসের। পরের বলটি হয় ডট, সেটাও অবশ্য ভাগ্যের ছোঁয়ায়।

তার শট সোজা গিয়ে নন স্ট্রাইক এন্ডের স্টাম্পে লাগে। এরপর টানা দুটি বল নো দেন নিপিকো। যার শেষটিতে লং লেগের ওপর দিয়ে ছক্কা মারেন ভিসের। ওভারের শেষ বলটিতেও হয় ছক্কা। এভাবেই উঠেছে ৩৯ রান।

আরো পড়ুন  বিয়ে করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ, পাত্রী কে?

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচবার এক ওভারে ৩৬ রান উঠেছে। প্রথম এই রেকর্ড গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। তিনি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। তার মতো ৬ বলে ৬টি ছক্কা মেরে রেকর্ড ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (২০২১) ও দীপেন্দ্র সিং ঐরী (২০২৪)। এ ছাড়া দুবার ৩৬ রান হয়েছে ওভারে ৬টি ছক্কা না মেরেই।

আরো পড়ুন  ব্রাজিলে গোলরক্ষককে পুলিশের গুলি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামোয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন ভিসের। ৬২ বলে ১৩২ রানের ইনিংসে ছিল ১৪টি ছক্কা, যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে পঞ্চম সর্বোচ্চ। সর্বোচ্চ ছক্কার রেকর্ড এস্তোনিয়ার সাহিল চৌহানের-১৮টি।

সামোয়া আগে ব্যাটিং করে তুলেছিল ১৭৪ রান। যার মধ্য একাই ১৩২ রান করেন ভিসের। এক ইনিংসে দলের মোট রানের ৭৫.৮৬ শতাংশই করেছেন তিনি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল অ্যারন ফিঞ্চের।

সর্বশেষ সংবাদ