26 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

সাজেকে নারী পর্যটককে অপহরণের চেষ্টা,যে ভাবে উদ্ধার করলো সেনাবাহিনী

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে মাচালং ব্রিজ পাড়া এলাকায় নারী পর্যটককে অপহরণের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে সেনাবাহিনীর তৎপরতায় রক্ষা পেয়েছেন ওই পর্যটক। এ সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পর্যটক দলটির আরও চার সদস্য। অপহরণ চেষ্টার শিকার পর্যটকের মার্লিনা রেমা। তার বাড়ি হালুয়াঘাট ময়মনসিংহ।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত শুক্রবার ঢাকা থেকে আসা ৭ জন বন্ধুর সঙ্গে এই নারীও পর্যটক সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় কয়েকজন দুর্বৃত্তকারী তাদের গাড়ি গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে টেনে হিঁচড়ে ওই নারীকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

আরো পড়ুন  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনী টহল দলের উপস্থিত দেখে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজন দুর্বৃত্তকে সেনাবাহিনী আটক করে।

এ সময় উক্ত এলাকায় উপস্থিত প্রায় ১০০-১৫০ জন গ্রামবাসী সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে। তারা অপহরণকারী দুর্বৃত্তকে ছিনিয়ে নিয়ে যায় এবং উদ্ধারকৃত পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করে।

আরো পড়ুন  সোশ্যাল মিডিয়ার কল্যাণে ৫৩ বছর পর মাকে ফিরে পেলেন মেয়ে

এ সময় গ্রামবাসী অপহরণে বাধাপ্রদানকারী আরও ৪ জন পর্যটককে মারধর করে। উত্তেজিত গ্রামবাসীর বাধা প্রদান সত্ত্বেও সেনাবাহিনী অপহরণ চেষ্টার শিকার পর্যটককে নিকটস্থ ক্যাম্পে নিরাপদে নিয়ে যেতে সমর্থ হয় এবং আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। অতঃপর সেই পর্যটককে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়। পরবর্তীতে পুলিশ কর্তৃক উক্ত পর্যটককে তার পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরো পড়ুন  দুপুরে ঘুম থেকে ডেকে তোলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণকালে ওই নারী পর্যটক ও অন্যদের বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে। পরে তাদের সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়ায় তাকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে।

সর্বশেষ সংবাদ