25 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে যা বললেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) লেখা ওই চিঠিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। সামনের গুরুত্বপূর্ণ কিন্তু চ্যালেঞ্জিং কাজগুলোতে, বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করার ক্ষেত্রে আপনার পূর্ণ সাফল্য কামনা করছি।

আরো পড়ুন  ১৪ বছর ক্ষমতায় থেকেও কেন জিতেনি কনজারভেটিভ পার্টি?

ডিক স্কোফ আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমি আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে এবং আমাদের সহযোগিতা আরও গভীর করার জন্য আগ্রহী।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন (৬ আগস্ট) ভেঙে দেয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। পরে ৯ আগস্ট শপথ নেয়া প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরো পড়ুন  স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী, যেভাবে মৃত্যু হবে তার

সর্বশেষ সংবাদ