19 C
Dhaka
Tuesday, December 24, 2024
[adinserter block="1"]

ক্রিকেট বোর্ডে আসবেন কিনা যা জানালেন মাশরাফী

২০১৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর থেকে গুঞ্জন ওঠে বিসিবি’র পরবর্তী সভাপতি হবেন তিনি। ২০২৪ সালের আবারও সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফী। তবে গেল ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভেঙে দেয়া হয় সংসদ।

পুরো আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন মাশরাফী। যার কারণে ভক্তদের সমালোচনা পড়ার পাশাপাশি ঘৃণার পাত্রে পরিণত হন তিনি। তবে বুধবার (১৪ আগস্ট) এক অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে মুখ খুলেন সব বিষয় নিয়ে। সেখানে প্রশ্ন করা হয় ক্রিকেট বোর্ডে কাজ করা নিয়ে।

আরো পড়ুন  আসলেই কি ঘুমের কারণে ভারতের বিপক্ষে ছিলেন না তাসকিন?

এমন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, ‘আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি সাধারণত। নিজের কথা আসলে ভাবিনি। যে জায়গায় আমি ছিলাম, হয়তো ওপরের মহলে গিয়ে বলতে পারতাম যে ক্রিকেটে এই কাজটা করতে চাই বা ওই দায়িত্ব নিতে চাই। কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনোই।’

তিনি আরও বলেন, ‘যখন বলার সুযোগ ছিল, তখনই বলিনি। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয়। আমি দাবিও করতে পারি না। যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না!’

আরো পড়ুন  ব্রাজিলে গোলরক্ষককে পুলিশের গুলি

এরপর বলেন, ‘যদি ছোট কোনো প্ল্যাটফর্মে সুযোগ আসে, সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি। কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলব, ‘এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে এটা অনেকটা সুযোগসন্ধানী ব্যাপার হয়ে যাবে। এই জায়গা থেকে আমার মনে হয়, এটা আমার প্রাপ্য নয়। হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে আছে। কেউ কখনও সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকব। কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই। ডিজার্ভও করি না।’

আরো পড়ুন  ধারাভাষ্যে সাকিবকে নিয়ে যা বললেন তামিম

সর্বশেষ সংবাদ