22 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

আনিসুল ও সালমানের পক্ষে ছিলেন না কোনো আইনজীবী, যে অবস্থা হয় আদালত প্রাঙ্গণে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন।

আরো পড়ুন  আ.লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি দিন ধার্য

এদিকে রিমান্ড আবেদনের সময় হাইপ্রফাইল দুই আসামি পক্ষের হয়ে আদালতে লড়াই করার মতো ছিলেন না কোনো আইনজীবী। আইনজীবী না থাকায় এক পাক্ষিক শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরাই শুনানিতে শুধু অংশ নেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত দুজনকেই ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে আসামিদের বিচার চেয়ে ঢাকা বারের সভাপতি খুরশীদ আলম মিয়া বলেন, ‘এরা (সালমান এফ রহমান ও আনিসুল হক) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ধ্বংস করতে চেয়েছিল। এরা শিশু-কিশোরের রক্তের ওপর দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল।’

আরো পড়ুন  সরকার চাচ্ছে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক: ব্যারিস্টার খোকন (ভিডিও)

সালমান এফ রহমানে ও আনিসুল হকের প্রবেশে যে অবস্থা হয় আদালত প্রাঙ্গণে

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালত চত্বরে আনা হয় এবং পরে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে। এ সময় আদালত এলাকায় বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা নানা স্লোগান দিতে থাকেন। তারা সরকারের উঁচু পদের এই দুই ব্যক্তির বিচার দাবি করেন। তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়।

আরো পড়ুন  টেকনাফ ইউএনও ভ্রাম্যমান অভিযানে ৬৩৮ লিটার অকটেন জব্দ ৩০ হাজার টাকা জরিমানা

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।

সর্বশেষ সংবাদ