17 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

পার্টির কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায় দুই বন্ধু, এরপর যা ঘটল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে নিহতের দুই বন্ধুকে। রোববার (১১ আগস্ট) রাত ১১টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড নারায়ণপুর দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম- আব্দুর রাহিম (১৬)। তিনি নারায়ণপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। আটক দুজন হলেন একই এলাকার জামাল পাশার দুই ছেলে শাকিল (২০) ও মারুফ (১৬)।

আরো পড়ুন  কেশবপুর হাসপাতাল এক বছর পানি নেই হাসপাতালে, একমাত্র অ্যাম্বুলেন্সেরও নেই চালক

নিহতের মামা জিয়াউর রহমান বলেন, রাহিমকে পার্টি আছে বলে বাসা থেকে নিয়ে যান নারায়ণপুর নিউটাউনের জামাল পাশার একটি ঘরে। সেখানে আচার খাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে শাকিল ও মারুফ। তারা রাহিমের মৃত্যুর নিশ্চিত করে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে সেনাবাহিনীদের হাতে তুলে দেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, কথা কাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করেন তার বন্ধু শাকিল ও মারুফ। তাদের আটক করে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন  ‘পুলিশ গুলি করলে তাদের সন্তানদের পড়াবেন না শিক্ষকরা’

সর্বশেষ সংবাদ