16 C
Dhaka
Tuesday, December 24, 2024
[adinserter block="1"]

গিনেস রেকর্ড গড়লেন ঢাবি ছাত্র

এক মিনিটে সর্বোচ্চবার ফুটবলে ট্যাপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন।

গিনেস ওয়ার্ড রেকর্ডের ওয়েবসাইটে দেখা যায়, ‘The Most Football (Soccer) Toe Taps in one minute’ category অর্থাৎ এক মিনিটে ফুটবলে সর্বোচ্চ বার ট্যাপের রেকর্ডধারী হিসেবে নাম উঠেছে রাগীব শাহরিয়ারের।

এক মিনিটে ২২০ বার ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেন। আগের রেকর্ড ছিল ২১২ বার।

আরো পড়ুন  জবি ছাত্রলীগ নেতার মাদক সেবনের ছবি ফাঁস

গিনেস ওয়ার্ড রেকর্ডের ওয়েবসাইট থেকে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি ঢাকায় তিনি এই রেকর্ড গড়েন।

মঙ্গলবার অংকন অফিসিয়ালি সার্টিফিকেট হাতে পেয়েছেন বলে জানা গেছে।

অংকন ঢাবির কমিউনিকেশন ডিসঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তার বাড়ি ঝালকাঠির নলছিটি পৌর শহরের হাইস্কুল সড়কে। বাবার নাম মো. এনায়েত করিম।

আরো পড়ুন  আমলাদের সন্তানদের জন্য আপাতত বিশ্ববিদ্যালয় নয়: জনপ্রশাসনমন্ত্রী

রেকর্ড গড়ার পর অংকন সংবাদমাধ্যমকে বলেন, এ রেকর্ড গড়তে পেরে আমি খুব খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি।

সর্বশেষ সংবাদ