26 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

হাতে আংটি, দাওয়াতপত্র দিয়ে কীসের ইঙ্গিত দিলেন দীঘি!

রহস্য উসকে দিয়ে সুখবর দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তবে সুখবর প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাননি এ অভিনেত্রী।

সোমবার (১ জুলাই) রাতে রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। ওই স্ট্যাটাসে দীঘি একটি ছবি পোস্ট করেছেন। যে ছবি নেটিজেনদের মনে উসকে দিয়েছে অসংখ্য জল্পনা-কল্পনা।

ছবিতে দেখা যাচ্ছে, একটি কার্ড। কার্ডের ওপরে এক পাশে রয়েছে দীঘির ছবি। কিন্তু কার্ডটি কীসের তা অভিনেত্রী বাম হাতের আঙুল দিয়ে ঢেকে রেখেছেন।

আরো পড়ুন  ‘এই হাসিটা কোথাও খুঁজে পাচ্ছি না, শুধু লাল ও অন্তরে কান্না’

তবে সেখানেও যেন দীঘি আরও চমক জুড়ে দিয়েছেন। বাম হাতের অনামিকায় আংটি পরেছেন অভিনেত্রী। আর তাতেই ভক্তরা ভাবছেন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দীঘি।

এ ছবির ক্যাপশনেও চমক রেখেছেন এ স্টার কিড। লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

এমন পোস্টের পরই শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী। মন্তব্যের ঘরে এরইমধ্যে ভক্তরা দীঘিকে বিয়ের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন। তবে ভক্তদের এমন মন্তব্যে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

আরো পড়ুন  শাস্তিটা বেশি দিয়ে ফেইলেন না, চিঠি ইস্যুতে জয়

সর্বশেষ সংবাদ