21 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

হঠাৎ মেট্রো স্টেশনের ছাদে ফায়ার সার্ভিস কেন?

মেট্রোরেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাজধানীর মতিঝিলের মেট্রো স্টেশনের তিনতলার ছাদে পড়ে থাকা ড্রোন উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শুক্রবার (১৪ জুন) সকালে ড্রোনটি উদ্ধার করা হয়। গত ১০ জুন ড্রোনটি মেট্রো স্টেশনের ছাদের ওপর আটকে পড়ে।

ওই সময় মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, মেট্রোরেল চলাচল করছে এবং হাইভোল্টেজ বিদ্যুৎ থাকায় তখন উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় টিটিএল দিয়ে ড্রোনটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন  ঢাবিতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, কড়া হুঁশিয়ারি সাদ্দামের

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মতিঝিলের মেট্রোরেল স্টেশনের তিনতলার ছাদে একটি ড্রোন পড়েছিল। মেট্রোরেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের টিটিএল দিয়ে ড্রোনটি উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, মেট্রোরেল চলাচল করায় হাইভোল্টেজ বিদ্যুৎ থাকায় ড্রোন উদ্ধার করা যাবে না। এ কারণে শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ড্রোনটি উদ্ধার করা হয়।’

আরো পড়ুন  গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমানের থাকার গুঞ্জন, তল্লাশি শেষে যা বলছে পুলিশ

সর্বশেষ সংবাদ