16 C
Dhaka
Sunday, December 22, 2024
[adinserter block="1"]

মায়ের মৃত্যুর পর সবাইকে সতর্ক করে যা বললেন ভ্লগার নাদির

যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রাভেল ভ্লগার নাদিরের মা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২০ মে) নাদির তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কথা জানান।

সেই সঙ্গে সবাইকে সতর্ক করে পোস্টে নাদির লিখেন, ‘যদি আপনাদের মধ্যবয়স্ক কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হন, তাহলে তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন দিবেন।’

পোস্টের প্রথমেই মায়ের জন্য দোয়া চেয়ে নাদির লিখেন, ‘আমার প্রিয় মামনি আর আমাদের মাঝে নেই। দয়া করে আপনারা তাকে আপনাদের দোয়ায় রাখবেন। গত সপ্তাহে তিনি অসুস্থা হয়ে পরলে আমরা ভেবেছিলাম এটি মৌসুমী ফ্লু। আমার বাবাও গত সপ্তাহে সেরে উঠেছেন মৌসুমী ফ্লু থেকে। কিন্তু সব কিছু ঠিক থাকলেও দুইদিন আগে মায়ের কফের সঙ্গে রক্ত যাওয়াতে সে ডাক্তারের শরণাপন্ন হন। এ সময় আমি ইন্দোনেশিয়া ছিলাম।’

আরো পড়ুন  কী ঘটেছিল বিমানবন্দরে, জানালেন আজহারি

তিনি আরও লিখেন, ‘শনিবার সন্ধ্যায় যখন আমি জানতে পারি যে সে সত্যিই অসুস্থ, তখন সে ইতোমধ্যেই আইসিইউতে ভর্তি। মায়ের নিউমোনিয়া ধরা পরে সেই সঙ্গে সাদা রক্ত কণিকার সংখ্যা অনেক কমে যায়। আমি দেশের ফেরার জন্যে দ্রুততম ফ্লাইটটি ধরার আগেই সে আমাদের ছেড়ে চিরদিনের জন্যে চলে যান’

নাদিরের জন্ম দিনাজপুরে। পুরো নাম নাদির নিবরাস। জন্ম দিনাজপুরে হলেও মা, বাবা ও বোনসহ ঢাকায় থাকতেন। ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ও এবং এ লেভেল করে ২০১০ সালে নাদির চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে যন্ত্রকৌশলে স্নাতক ও ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। পিএইচডি শুরু করলেও এখন আর শেষ করার ইচ্ছা নেই।

আরো পড়ুন  টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে এখন পর্যন্ত যত টাকা উঠল

ট্রাভেল ভ্লগ দুনিয়ায় সবাই নাদিরকে ‘নাদির অন দ্য গো’ নামেই চেনেন বেশি। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বাংলা ও ইংরেজি ভ্লগ বানিয়ে এরই মধ্যে তিনি হয়ে উঠেছেন দারুণ জনপ্রিয়। ২০১৬ সালে ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড শুরু করলেও সেটা ছিল নিতান্তই শখের কাজ।

২০২০ সালে করোনার ঘরবন্দী সময়ে মনোযোগ দেন ট্রাভেল চ্যানেলে। এর পর থেকেই পরিচিতি পেতে শুরু করেন। ২০২১ সালে সেরা ট্রাভেল ভ্লগ বিভাগে নাদির পেয়েছেন ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২১।

আরো পড়ুন  ছবি বিকৃত করে পলকের বিরুদ্ধে অপপ্রচার

সর্বশেষ সংবাদ