26 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

জাতীয় দাবা চলাকালে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শুক্রবার (৫ জুলাই) বিকেলে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীবের বিপক্ষে লড়ছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় তাকে।

এ সময় চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। কালবেলাকে এ খবর নিশ্চিত করেছেন অ্যাসেসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন।

আরো পড়ুন  ঝড়ে লন্ডভন্ড টাইগারদের ম্যাচের ভেন্যু, সিরিজ নিয়ে শঙ্কা

জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

দেশের দুই গ্র্যান্ডমাস্টারের ম্যাচ শুরু হয় বিকেল ৩টায়। খেলতে খেলতেই বিকেল ৫টা ৫২ মিনিটের দিকে মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর।

সে সময়ে দ্রুত তাকে নেওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। দ্রুতই চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরাও। অ্যাসেসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন, টেলিফোনে কালবেলাকে জানিয়েছেন, ‘প্রায় ১৫ মিনিট চিকিৎসকেরা তার পালস খুঁজে পাননি। প্রাণপণ চেষ্টার পর তাকে মৃতু ঘোষণা করা হয়।’

আরো পড়ুন  পরিচালক হিসেবে বোর্ডে আসতে যাচ্ছেন তামিম, প্রশ্নের উত্তরে যা বললেন বিসিবি সভাপতি

মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা কী বলেছেন জানতে চাইলে শওকত বিন ওসমান শাওন বলেন, ‘তাৎক্ষনিকভাবে চিকিৎসকরা বলেছেন হয় বড় ধরনের হার্ট অ্যাটাক অবথা ব্রেণ স্টোক হয়েছে।’

সর্বশেষ সংবাদ