গাজা থেকে তিন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামাসের একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ওই তিনজন ইসরায়েলি হলেন শানি লোউক, অমিত বুসকিলা ও ইতজাক গেলেরেন্টার। গত বছরের ৭ অক্টোবর, ইসরায়েলে ঢুকে হামাসের হামলার দিনই তাদের হত্যা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। এরপর তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনাটিকে ‘হৃদয় বিদারক’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ‘আমরা আমাদের সকল জিম্মি: জীবিত কিংবা মৃত সবাইকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেব।’
উল্লেখ্য, ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলায় প্রায় ১ হাজার ২শ’ মানুষ নিহত হন। ওই দিনই দেশটি থেকে ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। তাদের মধ্যে ১০৫ জনকে গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয়েছিল।