17 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করবে শ্রমিক দল

কেন্দ্রীয়সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দেশব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মূল্যায়ন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি ও টাকার ক্রমাগত অবমূল্যায়নের ফলে শ্রমিকদের প্রকৃত মজুরি হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে বেকারত্ব বৃদ্ধি রোধ ও শ্রমিক কর্মচারীদের ওপর সরকারি দমনপীড়ন অবিলম্বে বন্ধের জন্য দাবি করা হয়।

আরো পড়ুন  নেতারা আমাদের ভোগের পণ্য মনে করতেন: মহিলা লীগ নেত্রী

ঢাকার নয়াপল্টনে ১লা মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন পরবর্তী এই মূল্যায়ণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। ছবি : কালবেলা

প্রচণ্ড তাপদাহের মধ্য রাজধানী ঢাকার নয়াপল্টনে ১লা মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন পরবর্তী এই মূল্যায়ন সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আরো পড়ুন  ধর্ষণ ও ভ্রূণ হত্যা: সেই ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ এতে কেন্দ্রীয় কমিটির নেতারা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ