25 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

শাশুড়িকে হত্যার অভিযোগে ছেলের বউ গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে শাশুড়িকে হত্যার অভিযোগে মুনি আক্তার নীলা নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ মে) দুপুরে জয়পুরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আসামি মুনি আক্তার নীলা হরেন্দা গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের স্ত্রী।

এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (১১ মে) সন্ধ্যার দিকে আড়াই বছরের শিশু নাতনিকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে শাশুড়ি রোকেয়া বেগম ও তার ছোট ছেলের বউ মুনি আক্তার নীলার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলের বউ মুনি আক্তার শাশুড়ির চুল ধরে টানাহেঁচড়া করতে থাকে। এ সময় তিনি শাশুড়িকে জোড়ে ধাক্কা দিলে দরজার সঙ্গে লেগে গুরুতর আহত হন।

আরো পড়ুন  মসজিদে বন্যার পানি, জামাতে নামাজ পড়তে পারছেন না লক্ষ্মীপুরবাসী

গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত ৯টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুনি আক্তারের শাশুড়ি।

এ ঘটনায় রাতেই শ্বশুর হাসেন আলী বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করলে ছেলের বউ মুনি আক্তার নীলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন  শাহজালালে যাত্রীর সঙ্গে অসদাচরণ, বিমানবন্দরের ৩ কর্মকর্তা বরখাস্ত

পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বউ-শাশুড়ির মধ্যে ঝগড়ার একপর্যায়ে গুরুতর আহত হয়ে শাশুড়ি মারা গেছেন। এ ঘটনায় মামলার পরে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ