17 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

রাতের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়

সারাদেশে গরমের তীব্রতা অনেকটা কমেছে। শনিবার (১১ মে) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হয়েছে। যা রোববার (১২ মে) অব্যাহত থাকতে পারে বলে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ ১০ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যতে পারে। পাশাপাশি গরমের তীব্রতা কমবে। রোববার বিকেলে নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

আরো পড়ুন  বাংলাদেশের কী লাভ, কী ক্ষতি

সতর্কবার্তায় বলা হয়, বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ফরিদপুর, যশোর, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাবে।

এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন  সরকারের ময়ুর সিংহাসন ভেঙে চুরমার করে দিবে জনগণ

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে রোববার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাত থেকে সোমবার (১৩ মে) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন সন্ধ্যা থেকে মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আরো পড়ুন  ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য

এদিকে রাজশাহীতে শনিবার দেশের সর্বোচ্চ ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ঢাকায়।

সর্বশেষ সংবাদ