25 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

বিশ্বের সবচেয়ে বড় দূষিত বায়ু শোধনাগার শুরু হলো আইসল্যান্ডে

আইসল্যান্ডে বিশ্বের বৃহত্তম উদ্ভিদ ভিত্তিক বায়ু শোধনাগার যাত্রা শুরু করেছে। এই প্লান্টের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে দূষিত বায়ু শুষে নিবে এই এয়ার ক্যাপচার প্ল্যান্ট। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ডাইরেক্ট এয়ার ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে বাতাস শুষে নিয়ে রাসায়নিক পদার্থ ব্যবহার করে কার্বন বের করে দেয়া হয়। তারপর কার্বন মাটির নীচে গভীরভাবে ইনজেকশন করা হয় যাতে পুনরায় ব্যবহার করা যেতে পারে। অথবা ইনজেকটেড সলিড পণ্যে রূপান্তরিত হতে পারে।

আরো পড়ুন  ইউরোপে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী বিক্ষোভ, নেদারল্যান্ডসে ধরপাকড়

সুইস এয়ার ক্যাপচার প্ল্যান্ট কোম্পানি ক্লাইমওয়ার্কস ইতোমধ্যে ভূগর্ভস্থ কার্বন পরিবহনের পরিকল্পনা করেছে, যেখানে এটি প্রাকৃতিকভাবে পাথরে রূপান্তরিত হবে এবং কার্বনকে স্থায়ীভাবে আটকে রাখা যাবে। এতে করে পরিবেশে ক্ষতিকর কার্বনের পরিমাণ কমে আসবে। পুরো অপারেশনটি আইসল্যান্ডের পরিষ্কার জিওথার্মাল শক্তি দ্বারা চালিত হবে।

সর্বশেষ সংবাদ