চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে মালয়েশিয়ান এক নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নাবিকের নাম মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহন (৩১) বলে জানা গেছে।
শুক্রবার (১০ মে) বিকেল ৪টার দিকে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড।
জানা যায়, মুহাম্মদ ঈসা নামে ওই নাবিক এমটিটি সাপানগারে নামে একটি জাহাজে কর্মরত ছিলেন। গত বুধবার (৮ মে) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজের ডেকের ওপর কাজ করার সময় তিনি পানিতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ঘটনার পর থেকে তার খোঁজে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। কিন্তু বিরূপ আবহাওয়ায় সাগর উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। একপর্যায়ে শুক্রবার বিকেলে বহির্নোঙরে ভাসতে দেখে কোস্টগার্ডের জাহাজ জয় বাংলা মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, মরদেহটি পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে ওই নাবিকের মরদেহ তার দেশে প্রেরণ করা হবে।