19 C
Dhaka
Sunday, December 22, 2024
[adinserter block="1"]

নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদী সদর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের মধ্যনগরের বিশরান্দা এলাকার আমির হোসেনের ছেলে কবির মিয়া (৩৫) এবং নরসিংদী সদর উপজেলার চাকশাল এলাকার তাহের আলীর ছেলে বিজয় (১৭)। এছাড়াও এসময় বজ্রপাতে আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন, সিরাজ মিয়া, সৌরভ আহমেদ, সজল মিয়া।

আরো পড়ুন  ছটফট করতে করতে মারা গেলেন স্বামী-স্ত্রী

বজ্রপাতে আহত সিরাজ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ধান কাটা শেষে ফিরে আসার সময় বৃষ্টিপাত শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নেন তারা। তখন বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কবির মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিজয় মিয়াকে মৃত ঘোষণা করেন।

পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন  আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল কারাগারে
সর্বশেষ সংবাদ