15 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

মালয়েশিয়ার পুলিশকে ঘুষ দিতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি

মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে দেশটির জহুর রাজ্যের বাতু পাহাতের জালান পান্তাই এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে ওই বাংলাদেশির নাম ঠিকানা প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাতু পাহাত জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ইসমাইল দল্লাহ জানান, বাতু পাহাত আঞ্চলিক পুলিশ অফিসের (আইপিডি) সদস্যরা অপরাধ প্রতিরোধ টহলে নামলে ৪১ বছর বয়সী ওই বাংলাদেশি বাতু পাহাতের জালান পান্তাইয়ে মোটরসাইকেল চালানোর সময় রাস্তায় তার ড্রাইভিং লাইসেন্স চাওয়া হলে দিতে ব্যর্থ হয় এবং তার বিরুদ্ধে যাতে কোন ব্যবস্থা গ্রহণ না করা হয় সেজন্য ওই পুলিশ কর্মকর্তাকে ৭০ রিঙ্গিত ঘুষ দেয়ার চেষ্টা করেন।

আরো পড়ুন  আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত অন্তত ৬০, নিখোঁজ আরও বহু

পুলিশ সদস্য তার কর্মকাণ্ড বন্ধ করার বিরুদ্ধে সতর্ক করলেও ওই বাংলাদেশি বারবার ঘুষ দেয়ার চেষ্টা চালায় এবং তার বিরুদ্ধে যেন কোন মামলা না করা হয় সেজন্য অনুরোধও জানান।

মুদি দোকানে কাজ করা ওই বাংলাদেশিকে অধিকতর তদন্তের জন্য মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ