25 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

আ.লীগ নেতার সঙ্গে ইউপি সদস্যের আপত্তিকর ভিডিও ভাইরাল

দ্বিতীয় ধাপে আগামী ২১ মে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে জয়ী হতে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। এরই মধ্য একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে সাবেক আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মদন মোহন রায়কে এক নারীর সঙ্গে একান্তে খুনসুটি করতে দেখা যায়। এতে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

মদন মোহন রায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী। ভিডিওতে সঙ্গে থানা ওই নারী একজন ইউপি সদস্য। ওই নারীর সঙ্গে মদন মোহন রায়ের অনৈতিক সম্পর্ক ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরো পড়ুন  বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, অতঃপর...

ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতর মদন মোহন রায় ওই নারীর সঙ্গে একান্তে খুনসুটি করছেন। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মদন মোহনের ঘনিষ্ঠরা বলছেন, মদন মোহন রায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। মূলত তাকে নির্বাচন থেকে সরাতেই এ ধরনের ভিডিও কেউ ফেসবুকে পোস্ট করেছেন ভাইরাল করার উদ্দেশ্যে। ভিডিওতে নারীর সঙ্গে যাকে দেখা যাচ্ছে তিনি মদন মোহন রায় বলে তারা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন  ১৫ হাজার গাছ কাটার আয়োজন, বড় বিপর্যয়ের শঙ্কা

ভাইরাল হওয়া ভিডিওতে ওই নারীর সঙ্গে মদন মোহন রায়ের অবৈধ সম্পর্ক ছিল বলে জানতেন ওই নারীর প্রতিবেশী। বিষয়টি এতোদিন লোকমুখে গুঞ্জন থাকলেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তা প্রকাশ্যে এসেছে।

বিষয়টি জানতে ওই নারীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

মঙ্গলবার দুপুরে মদন মোহন রায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় রংপুরে চিকিৎসা নিচ্ছিলাম। আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমাকে হেনস্তা করার জন্য ভিডিওটি ছড়ানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন  সড়কে নেই চাঁদাবাজি, কমেছে নিত্যপণ্যের দাম

উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপের দেবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মোট পাঁচজন। প্রার্থীরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতীর ছেলে মখদুম মাসুম মাশরাফি যুক্তি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিঠু, শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মদন মোহন রায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল।

সর্বশেষ সংবাদ