26 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

গণিতে ২০০-তে ২১২, নম্বরপত্র ভাইরাল

ভারতের গুজরাটের চতুর্থ শ্রেণির ছাত্র গণিত এবং গুজরাটি পরীক্ষায় মোট নম্বরের চেয়ে বেশি পেয়ে অবাক করে দিয়েছে সবাইকে। তার পরীক্ষার নম্বরপত্র এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর স্কুলশিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করছে নেটিজেনরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বংশীবেন মনীশভাই ভারতের গুজরাটের ঝালড় তালুকা খরসানা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার নম্বরপত্রে দেখা যায়, সে পরীক্ষায় মোট ২০০ নম্বরের মধ্যে গণিতে পেয়েছে ২১২ এবং গুজরাটিতে পেয়েছেন ২১১।

আরো পড়ুন  জিম্মিরা মুক্তি পেলে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব গাজায় : বাইডেন

বাড়ি ফিরে বংশীবেন তার নম্বরপত্র অভিভাবককে দেখালে তারা ভুলটি বুঝতে পারে। এরপর স্কুল কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।

এদিকে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ফলাফলের নম্বর যোগ করার সময় এ ভুলটি হয়েছে। নম্বরপত্র সংশোধনের পর দেখা যায়, বংশীবেন মোট নম্বর ২০০-এর মধ্যে গণিতে ১৯০ এবং গুজরাটিতে ১৯১ পেয়েছে। তার প্রাপ্ত মোট নম্বর ৯৩৪। যা আগে ছিল ৯৫৬।

আরো পড়ুন  ইসরাইলবিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে চড়াও পুলিশ, হার্ভার্ডে শিক্ষার্থীদের বহিষ্কার

তবে এটি ভারতে নতুন না। এর আগেও মুম্বাই বিশ্ববিদ্যালয়ের আয়েশা আনসারি গণিত পরীক্ষায় মোট নম্বর ১০০-এর মধ্যে ভুলবশত ১১৫ পেয়েছিলেন। আরেকজন ছাত্রী আম্মারা আনসারি ১০৫ পেয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিলেন, সফটওয়্যারের কারিগরি জটিলতার কারণে এমন ভুল হয়েছে।

সর্বশেষ সংবাদ