25 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

ফরিদপুরে বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী আহত, হাসপাতালে ভর্তি ১১

ফরিদপুর করেসপনডেন্ট:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বজ্রপাতে একই মাদরাসার ২১ জন ছাত্র আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ মে) সন্ধ্যায় বজ্রপাতে উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা আহত হন। তারা সকলেই ওই মাদরাসার নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।

মাদরাসাটির শিক্ষক মো. হুসাইন জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদরাসা ভবনের বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ মাদরাসার মাঠে বজ্রপাত হয়। এতে মাদরাসার ২১ শিক্ষার্থী আহত হয়। মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়। আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন  স্বাস্থ্যমন্ত্রী চলে যেতেই পাল্টে যায় মিটফোর্ড হাসপাতালের চিত্র

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ ও বায়েজিদ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা সকলেই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।

সর্বশেষ সংবাদ