19 C
Dhaka
Sunday, December 22, 2024
[adinserter block="1"]

রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারণায় হাতিয়ায় বিএনপি নেতারা

রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারণা উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় সভা করেছে বিএনপি নেতারা। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমিন বাবলুর নির্দেশনায় শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সেচ্ছাসেবী কমিটি সার্বজনীন হরি মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন করেন। এরপর তারা পূর্ব লক্ষ্মীদিয়া দূর্গা মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন করেন।

আরো পড়ুন  কোটা ইস্যুতে যা বলল জামায়াত

এদিকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফাহিম উদ্দিন, তমরদ্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল ওহাব, সেচ্ছাসেবক দলের নেতা মো. তানজিম উদ্দিন।

আরো পড়ুন  আন্দোলনের ভিত্তি গড়ে ছিল বিএনপি, ছাত্ররা বাস্তবায়ন করেছে

সর্বশেষ সংবাদ