21 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

বাংলাদেশের বন্যা পরিস্থিতির পোস্টে হা হা রিঅ্যাক্ট, কী বললেন অভিনেত্রী শ্রীলেখা

অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই আলোচনায় থাকেন। এর কারণ তার ঠোঁটকাটা স্বভাব। ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেই মূলত চর্চায় থাকেন তিনি। বাংলাদেশে গত জুলাই থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিয়েও কথা বলেছিলেন। এ কারণে বেশ প্রশংসিত হয়েছিলেন এ অভিনেত্রী।

টালিউড ইন্ডাস্ট্রির এ তারকা এবার কথা বললেন বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে। ভারত থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি। বাড়ি-ঘর ও ভিটেমাটি সব হারিয়ে এখন নিঃস্ব অসংখ্য মানুষ। কোনোরকম জীবন বাঁচাতেও সংগ্রাম করতে হচ্ছে বন্যার্তদের।

আরো পড়ুন  ছবির শিশুকে চিনেছেন, একাধিক বিয়ের পরও প্রেম প্রস্তাব পান জনপ্রিয় এই নায়িকা

বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি দৃষ্টিগোচর হয়েছে টালি তারকা শ্রীলেখার। অনির্বাণ স্পিকস নামের একটি প্রোফাইল থেকে দেয়া পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন তিনি।

অনির্বাণ স্পিকসের পোস্টে বলা হয়েছে, বন্ধুরা, বাংলাদেশকে বার্তা দিন। সব বয়সের মানুষ পানিতে ডুবে যাচ্ছে, ঘরবাড়ি ভেসে গেছে, জনপদ পানিতে ডুবে গেছে। আবার কবে ডাঙা দেখা যাবে, সেই অপেক্ষায় অস্বাস্থ্যকর ঘিঞ্জি জায়গায় রয়েছেন সবাই। নবজাতকের কান্না ও প্রবীণের হাহুতাশকে একটু জড়িয়ে ধরুন, প্লিজ।

আরো পড়ুন  তোপের মুখে কেন ভিডিও ডিলিট করলেন ধ্রুব রাঠি, জানালেন নিজেই

এ ছাড়াও পোস্টে আরও লেখা আছে, নদীমাতৃক বাংলায় স্থলভূমি দেখা যাচ্ছে না, পর্যাপ্ত রসদ নেই। পানি বাড়ছে। আমি জানি, বাংলাদেশ এই সব কঠিন প্রতিকূলতা অতিক্রম করে আবার আনন্দে উঠে দাঁড়াবে। তবে এখন প্রকৃতির সঙ্গে অসম যুদ্ধে তাদের মনোভাবে আলো জ্বেলে দিন। আমাদের মেয়ের জন্য তারা সুবিচার চেয়েছে, তাদের প্রতি আমাদেরও দায় রয়েছে। এ কথা ভুলে যাব আমরা?

আরো পড়ুন  কারও পানি লাগবে? আমার কানে এখনও বাজে : সিয়াম আহমেদ

এ পোস্টই নিজের টাইমলাইনে শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘বাংলাদেশ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল রঙের লাভ ইমোজি। তার এ পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে। ভারতীয় নাগরিকরা সমব্যাথী হয়েছেন। কিন্তু একাংশ আবার এ নিয়ে হাসাহাসি করেছেন।

পোস্টে সেসব নেটিজেনদের হাহা রিঅ্যাক্ট সম্পর্কে টালি তারকা লিখেছেন, ‘বাংলাদেশের এই পরিস্থিতি দেখে এদের হাসি পেয়েছে। কর্ম ভাই, মনে রেখ তোমার প্রয়োজনেও কাউকে পাশে পাবে না।’

সর্বশেষ সংবাদ