19 C
Dhaka
Sunday, December 22, 2024
[adinserter block="1"]

দেয়াল ধসে প্রাণ গেল ঘুমন্ত শিশুর

ভারী বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় তাহমিদা মান্নান নিঝুম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আবদুল মান্নানের মেয়ে ও স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী আমিনুল হকের গুদামঘর ভেঙে আবদুল মান্নানের ঘরের দেয়ালের ওপর পড়ে। এতে পুরো ঘরটি ভেঙে যায় এবংমাটি চাপা পড়ে ঘুমন্ত শিশুটির মৃত্যু হয়।

আরো পড়ুন  মেয়েকে বুঝিয়ে শ্বশুরবাড়ি পাঠালাম, তাকে তারা বাঁচিয়ে রাখলো না!

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থল গেছে। স্থানীয়দের অনুরোধে এ বিষয়ে কোনো মামলা করা হয়নি।

সর্বশেষ সংবাদ