21 C
Dhaka
Monday, December 23, 2024
[adinserter block="1"]

নিখোঁজের ২ দিন পর হাওরে মিলল শিক্ষিকার মরদেহ

নিখোঁজের দুইদিন পর হবিগঞ্জের লাখাই উপজেলার হাওর থেকে রিবন রাণী দাশের (৪০) নামে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিবন রাণী ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বামৈ মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রভাষক অজয় দাশের স্ত্রী। তার দুটি ছেলে সন্তান রয়েছে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

রোববার (১২ মে) বিকেলে উপজেলার ভরপূর্ণি গ্রামের পাশে একটি হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় রিবন রুপা দাশের ব্যাগে তিনটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এর মধ্যে একটি বোতলর অর্ধেক খালি। পুলিশের ধারণা, তিনি হয়তো অর্ধেক বোতল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

আরো পড়ুন  গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় ৩ দিনের সন্তানকে বিক্রি করলেন মা

লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, শুক্রবার হবিগঞ্জ শহরের বাসা থেকে বাবার বাড়ি মৌলভীবাজারে যাওয়ার জন্য বের হন। কিন্তু তিনি সেখানে যাননি। দুইদিন ধরে নিখোঁজের পর আজ বিকেলে হাওর তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহের সঙ্গে একটি ব্যাগে কাপড়-চোপড়ের সঙ্গে তিনটি বিষের বোতল পাওয়া গেছে। একটি বোতলের অর্ধেক খালি অবস্থায় রয়েছে। শরীরেও আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরো পড়ুন  ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গরু ছিনতাইয়ের মামলা
সর্বশেষ সংবাদ